সমুদ্র সম্পদ লুট করতে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে’

S M Ashraful Azom
মধ্যপ্রাচ্যে তেল সম্পদকে ধ্বংস করতে যেভাবে জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। আমরা যখন সমুদ্র সীমানা পেয়েছি এই সীমানায় প্রাপ্ত অফুরন্ত সম্পদের উপরেও তাদের লোলুপ দৃষ্টি পড়েছে। তাই সেই সম্পদকে লুট করতে এ দেশেও জঙ্গিবাদ সৃষ্টি করা হচ্ছে। তাই তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।’
 
শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠির সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের তিনটি গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনপূর্ব আলোচনা সভায় শিল্পমন্ত্রী আমির হেসেন আমু এসব কথা বলেন।
 
এ সময় মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
 
ইউনিয়ন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আ. রউফের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্ পনির, বিভিন্ন দলের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
পরে মন্ত্রী প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ের এ বিদ্যুতায়ন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এতে করে ইউনিয়নের ছত্রকান্দা, চারুখান ও বেরপাশা গ্রামের ২২২ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় আসলো।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top