সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে “বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।
প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ২২ জানুয়ারি সোমবার উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ঘোড়ার গাড়িতে বসে শহর প্রদক্ষিণ করেন কর্মকর্তা বৃন্দ।
র্যালি শেষে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের মাঠে আলোচনা সভায় বকশীগঞ্জ প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী
সার্জন ডা. মুহাম্মদ শিহাব উদ্দিনের সঞ্চালনায় এবং ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা
আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, ভেটিরিনারী রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের ( ভেরিয়া) সাধারণ সম্পাদক মাহবুব, সহ-সভাপতি ইমরান প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন ইউনিয়নের খামারী, ভিএফ বৃন্দ উপস্থিত ছিলেন।