কুড়িগ্রাম প্রতিনিধি: প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালী ও খামারিদের নিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আব্দুল হাই সরকারের সভাপতত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন ডা: হাবিবুর রহমান, ডেইরী এ্যাসসিয়েশনের সভাপতি আলহাজ্ব্ আব্দুস ছাবের।
বক্তারা বলেন, কুড়িগ্রামের চরাঞ্চল গুলোতে গবাদী পশু পালনের বিশাল সম্ভবনা আছে। এই সম্ভবনাকে কাজে লাগাতে পারলে কুড়িগ্রামের আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব। এ ব্যাপারে প্রাণী সম্পদ বিভাগকে আরো ভূমিকা রাখতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।